আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২১ ১১:০৭

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার ৪৮ ঘণ্টা পার হতে না হতেই আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে শনিবার এ হামলায় নিহত হয়েছে কমপক্ষে একজন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশে আইএসের এক সদস্যকে লক্ষ্য করে ড্রোন থেকে হামলা চালানো হয়। ওই ব্যক্তি কাবুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে একজন নিহত হওয়ার কথা জানিয়ে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়নি।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে আইএস-বিরোধী বিমান হামলার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল । মূলত বিমানবন্দরে চত্বরে জোরালো বিস্ফোরণ হয়। সেই সময় তালেবান অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত