আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৪

পেরুতে বাস খাদে, নিহত অন্তত ৩২

পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। গত চার দিনের মধ্যে দেশটিতে এটি তৃতীয় ভয়াবহ দুর্ঘটনা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কার্টেরা সেন্ট্রাল রোডের একটি সরু রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে পুলিশ কর্মকর্তা সিজার সার্ভেন্টেস বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে শিশু এবং তিন বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

পেরু পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, হতাহতদের উদ্ধারের জন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাসটি উচ্চ গতিতে বেপরোয়াভাবে চলছিল। একটি পাথরের সঙ্গে আঘাত লেগে এটি ৬৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

গত রোববারও পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। দুই দিন আগেও পেরুতে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত