ওয়েব ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ১৩:৩৫

এক রোগীর পেটেই ১২ হাজার পাথর, খবর গেলো গিনেস বুকে

পেটে কেন অসহ্য যন্ত্রণা? কারণ খুঁজতে গিয়ে চোখ কপালে চিকিৎসকদের।

রোগিণীর পেট থেকে বেরল ১২ হাজার পাথর! বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কলকাতার এক হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, পেটে অসহ্য ব্যথার জন্য সপ্তাহ ২ আগে হাসপাতালে ভর্তি হন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা মিনতি মণ্ডল।

পরীক্ষায় ধরা পড়ে, তাঁর গল ব্লাডার বা পিত্তাসয়ে পাথর হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে পাথর বের করতে গিয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। বছর ৫১-র ওই মহিলার গল ব্লাডার ভর্তি ছোট ছোট অসংখ্য পাথরে!

অপারেশনের পর শুরু হয় গণনা। চলে সাড়ে চার ঘণ্টা। দেখা যায়, পাথরের সংখ্যা ১১ হাজার ৯৫০। এর আগে কারও পেট থেকে এত পাথর বেরিয়েছে কি? পৃথিবীতে সেরকম রেকর্ড আছে বলে মনে করতে পারছেন না চিকিৎসকরা। বিরল এই ঘটনার কথা জানানো হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে।

আপনার মন্তব্য

আলোচিত