সিলেটটুডে ডেস্ক:

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৯

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা খুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাবিনা নেসার (২৮) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক স্কুল শিক্ষিকা খুন হয়েছেন।

তার গ্রা‌মের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। তার মৃত্যুতে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পাবে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনায় একজন অপরিচিত ব্যক্তি সাবিনাকে হত্যা করেছে সন্দেহে তদন্তে নেমেছে পুলিশ।

গত শনিবার ২৮ বছর বয়সী শিক্ষক সাবিনার লাশ দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুকের কিটর পার্কে এক ব্যক্তি প্রথম দেখতে পান। ঘটনাস্থল তার বাসা থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্ব।

পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস যে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় (ব্রিটিশ সামার টাইম) তার এস্টেল রোডের বাড়ি থেকে বের হওয়ার পরপরই সাবিনাকে আক্রমণ করা হয়েছিল।

লন্ডনের ডিটেকটিভ চিফ সুপারেনটেনডেন্ট ট্রেভর লরি এক সংবাদ সম্মেলনে বলেন, 'পুলিশ বিশ্বাস করে যে, সাবিনা নেসাকে একজন অপরিচিত ব্যক্তি আক্রমণ করেছিল। এটি অবশ্যই তদন্তের একটি লাইন যা আমরা খতিয়ে দেখছি।'

লাশ উদ্ধারের দিন ৪০ বছর বয়সী এক ব্যক্তি যিনি হত্যাকারী সন্দেহে গ্রেপ্তার হন, পরবর্তীতে আরও তদন্তের অধীনে তাকে ছেড়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত