সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০২১ ১৮:৪১

পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীর নোবেল জয়

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের সম্ভাব্য গতিবিধি নির্ণয়ে ভূমিকা রাখায় স্বীকৃতি পেলেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও প্যারিস।

৯০ বছর বয়সী সাইকুরো মানাবে জাপান, ৮৯ বছর বয়সী ক্লাউস হাসেলম্যান জার্মানি ও ৭৩ বছর বয়সী বিজ্ঞানী জর্জিও প্যারিস ইতালির নাগরিক।

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

তবে মহামারির কারণে গত বছরের মতো এবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোবেল পুরস্কার ঘোষণা হচ্ছে। পুরস্কারজয়ীরা নিজ নিজ দেশ থেকেই পুরস্কার গ্রহণ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত