আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১ ১৫:৩০

টেক্সাসে মিউজিক ফেস্টিভালে পদদলিত হয়ে অন্তত ৮ মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে একটি মিউজিক ফেস্টিভালে পদদলিত হয়ে অন্তত আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকে।

স্থানীয় সময় রাত ৯টার পর পরই অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে জানান হিউস্টন ফায়ারের প্রধান স্যামুয়েল পেনা।

সাংবাদিকদের তিনি বলেন, র‌্যাপার ট্র্যাভিস স্কট যখন পারফর্ম করছিলেন তখন মঞ্চের দিকে মানুষের প্রচণ্ড তৈরি হয়। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘মানুষের ভিড়ের চাপ মঞ্চের সামনের দিকে আসতে থাকে। তখন আতঙ্ক সৃষ্টি হয়। আহত হওয়া শুরু হয়। লোকেরা ঢলে পড়তে শুরু করে, অনেকে অজ্ঞান হয়ে যান এবং এটি অতিরিক্ত আতঙ্কের সৃষ্টি করে।’

অগ্নিনির্বাপক বাহিনীর ওই কর্মকর্তা জানান, চাপ ও পদদলিত হয়ে কয়েকজন আহত হওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ট বন্ধ ঘোষণা করা হয়।

কর্তকর্তারা জানান, ওই ঘটনায় আহত ১৭ জনকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে ১১ জনই হৃদরোগে আক্রান্ত হন। এ ছাড়া, কনসার্টস্থল এনআরজি পার্কে ফিল্ড হাসপাতাল স্থাপন করে অনেককে চিকিৎসা দেয়া হয়।

কনসার্টটিতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা পেনা।

কনসার্টের রাতটিকে ’ভয়াবহ রাত্রি’ বলে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিবিদ হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিদালগো।

তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। মানুষজন এসব অনুষ্ঠানে যান ভালো একটা সময় কাটাতে, হাফ ছেড়ে বাঁচতে এবং স্মৃতি জমাতে। এসব এমন কোনো অনুষ্ঠান নয়, যেখানে হতাহত আপনার প্রত্যাশায় থাকতে পারে।’

আপনার মন্তব্য

আলোচিত