আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২১ ১১:০৯

সৌদিতে সাড়ে ১৫ হাজার অভিবাসী আটক

অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে বড় আকারে অভিযান শুরু করেছে সৌদি আরব। গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির সরকার।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (৭ নভেম্বর) সৌদি গেজেট জানায়, অভিযান চালানো হয় ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা এখনও জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃতদের আবাসন নীতিমালা লঙ্ঘনকারী আছে ৭ হাজার২৯২ জন। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভেঙেছে ৬ হাজার ৩৭৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে ১ হাজার ৭৩৪ জন। ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে সীমানা অতিক্রমের সময়।

আপনার মন্তব্য

আলোচিত