আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১ ১১:১৩

ভারতে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের প্রাণহানি

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে হাসপাতালে একটি নবজাতক-সেবা ইউনিটে আগুন লেগে চারটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে। ওই সময় অন্তত ৪০ শিশু ভর্তি ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপণ কর্মীরা।

প্রাথমিকভাবে তারা ধারণা করছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এবং পরবর্তীতে তা ইলেকট্রিকের তারে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর: রয়টার্সের

রাজ্যটির চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাস কৈলাস সারং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

‘হাসপাতালের শিশু বিভাগে আগুনের ঘটনাকে দুঃখজনক বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একই সাথে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার।

গত সপ্তাহে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

আপনার মন্তব্য

আলোচিত