সিলেটটুডে ডেস্ক:

১৩ নভেম্বর, ২০২১ ২৩:৪১

মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ মাওবাদী নিহত

মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন।

এই ঘটনায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুর নেওয়া হয়েছে।

শনিবার সকালে গড়চিরোলির মারদিনতলার কোরচির জঙ্গলে এই ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ নকশালপন্থীর মরদেহ উদ্ধার করেছি। সকালে অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডের নেতৃত্বে সি-৬০ পুলিশ কমান্ডোর দলটি কোরচির জঙ্গলে অভিযান চালালে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। খবর এনডিটিভির।

নিহত মাওবাদীদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে শীর্ষ স্থানীয় এক মাওয়াবাদী নেতা রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত