সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০২১ ১১:৫৩

ভারতে গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা

গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করছে ভারতের উত্তর প্রদেশ সরকার। ডেয়ারি উন্নয়ন, পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী রোববার এ কথা জানিয়েছেন বলে আনন্দবাজারের একে প্রতিবেদনে জানানো হয়।

অসুস্থ হওয়া গরুদের দ্রুত চিকিৎসা করানোর লক্ষ্যেই এই পরিষেবা শুরু হবে যোগীরাজ্যে। গরুর জন্য এই ধরনের পরিষেবা ‘দেশে এই প্রথম’ বলে জানিয়েছেন মন্ত্রী।

‘অভিনব অ্যাম্বুলেন্স’ পরিষেবা ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে। ২৪ ঘণ্টায় এই পরিষেবা পাবেন গবাদি প্রতিপালকরা।

এ জন্য ইতিমধ্যেই ৫১৫টি অ্যাম্বুলেন্স তৈরি আছে বলে জানিয়েছেন লক্ষ্মী নারায়ণ। তিনি বলেছেন, ‘পরিষেবার জন্য জরুরিকালীন নম্বর ১১২ এ ফোন করতে হবে। অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা।’

ওই নম্বরে ফোন করার আধা ঘণ্টার মধ্যে দুই সহকারী নিয়ে এক পশুচিকিৎসক এসে হাজির হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত