ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৫ ১৩:২৪

মিয়ানমারে খনিধস, নিহত ৫০

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সোনা ও পান্নার খনিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫০।

শনিবার (২৬ ডিসেম্বর) মিয়ানমারের গণমাধ্যমগুলো স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

জানা গেছে, মনঢালা থেকে ৩৫০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় কোচিন প্রদেশের কাছে একটি পান্নার খনিতে ওই ধসের ঘটনা ঘটেছে। সেখানে এর আগে চলতি বছরের নভেম্বরে আরো একটি ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছিল।

শহরের প্রশাসক টিন্ট সুই মাইন্ট জানিয়েছেন, ‘আমরা আজ সকাল থেকেই অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছি। এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।’

প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৯০ ভাগ পান্নাই ওই এলাকা থেকে পাওয়া যায়। আর প্রতিবেশী দেশ চীনে এর উচ্চতর চাহিদা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত