২০ মে, ২০২৪ ১৯:১৭
আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদ এর সভা কক্ষে জেলা প্রশাসক মোছা. জিলুফা আক্তারেরর উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের উপস্থিতিতে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ঘোড়া প্রতীক , জাকির হোসেন চৌধুরী অসিম পেয়েছেন আনারস প্রতীক ও সৈয়দ শাহ হাবিব উল্লাহ সুচন পেয়েছেন শালিক পাখি প্রতীক । ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: এরশাদ আলী পেয়েছেন বই প্রতিক, আব্দুল আজিজ পেয়েছেন চশমা প্রতীক, আসাদুজ্জামান পেয়েছেন টিয়াপাখি, ধীরা নায়েক পেয়েছেন মাইক প্রতীক, সৈয়দ সামছুল আরেফীন তালা প্রতীক ও মো: সোলাইমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আছমা আক্তার চৌধুরী পেয়েছেন সেলাই মেশিন প্রতীক, ফাতেমা তুজ জোহরা পেয়েছেন পদ্মফুল প্রতীক , মোছা: জাহানারা বেগম শেলী ফুটবল প্রতীক ও সেলিনা আক্তার কলস প্রতীক পেয়েছেন।
আপনার মন্তব্য