সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৫ ০৯:০২

হামলার আশঙ্কায় বেলজিয়ামে বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

গতমাসে প্যারিসের সন্ত্রাসী হামলার মত বেলজিয়ামেও হামলা হতে পারে এমন আশংকায় বাতিল করা হয়েছে, দেশটির ইংরেজি বছরের শুরুর দিনটি উদযাপনের সমস্ত আনুষ্ঠানিকতা। খবর বিবিসি বাংলার। 

কর্তৃপক্ষ বলছে, প্রাপ্ত তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রাসেলসে থার্টি ফার্স্টের ঐ অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল এমন সন্দেহভাজন দুই ব্যক্তিকে এ সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের এই অনুষ্ঠান বেলজিয়ামের বহুবছরের ঐতিহ্য।

গত বছরের অনুষ্ঠানে ব্রাসেলসে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক লক্ষ মানুষ।

belgium_terror_alert

ব্রাসেলসে গত বছরের বর্ষবরণ অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক লক্ষ মানুষ

রাজধানী ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলছেন, যে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়।

তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করেই ঐ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এত মানুষের জীবনের ঝুঁকি নেয়া সম্ভব নয়।

গতমাসেই দেশটিতে প্যারিসের মত সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশংকায় চারদিন ধরে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং মেট্রো সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল।

এছাড়া এ সপ্তাহেই ব্রাসেলসে জঙ্গি হামলার পরিকল্পনা করছে সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত সংস্থা জানাচ্ছে, গ্রেপ্তারকৃতরা বর্ষবরণের অনুষ্ঠানসহ বেলজিয়ামের ঐতিহ্যবাহী নানা স্থাপনা এবং পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

আজই তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

প্যারিসে জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক গোয়েন্দাদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেলজিয়াম।

সেই হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ এবং জড়িত আরো কয়েকজন বেলজিয়ামের নাগরিক বলে তদন্তে উঠে এসেছে।

এছাড়া অন্য যেকোন ইউরোপীয় দেশের চেয়ে বেশি বেলজিয়ামের নাগরিকই এখন ইসলামিক স্টেট আইএসের জন্য যুদ্ধ করছে বলে জানা যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত