সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ এপ্রিল, ২০১৬ ১৯:০৪

ভারত, পাকিস্তানসহ দক্ষিণ পশ্চিম এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ভারত, পাকিস্তান সহ  দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে ।

রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এই ভূমিকম্পের  পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং উত্তর ভারতে বাড়িঘর কেঁপে ওঠে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকা হিন্দুকুশ পর্বতমালায়। এবং মাটির ২১০ মিটার গভীরে। এই এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে। এই একই এলাকায় ২০১৫ সালের এক ভূমিকম্পে ৩০০ জনের মতো নিহত হয়।

তবে ১ মিনিট স্থায়ি এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত