
২২ মে, ২০২৪ ০০:৩৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের সংগঠন ‘শাবি কর্মচারী ইউনিয়ন’ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের কর্মচারী রমজান আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের কর্মচারী জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ময়ুন, সহ-সভাপতি সাকিল আহমদ নোমান, যুগ্ম সম্পাদক জোসেদ আলম, দপ্তর সম্পাদক শ্রী সুনীল লাল, সহ-দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, কোষাধ্যক্ষ সামাদ আহমদ, সহ-কোষাধ্যক্ষ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ক্ষুদিরাম কর, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম জয় ও ক্রীড়া সম্পাদক লায়েক আহমদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মো. সোহেল আহমেদ, মো. সালাউদ্দিন বুকসান ও আবদুর রহিম নির্বাচিত হন।
আপনার মন্তব্য