সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ২৩:৪২

ভিক্ষা করার থেকে বারে নাচা ভালো: সুপ্রিমকোর্ট

ডান্স বারের অনুমোদন না দেয়া নিয়ে সুপ্রিমকোর্টে কড়া সমালোচনার মুখে পড়তে হলো ভারতের মহারাষ্ট্র সরকারকে।

শীর্ষ আদালত বার ডান্সের ওপর সরকারি নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছিল গত বছর অক্টোবরে। তার পরও বিধানসভায় নতুন আইন পাস করিয়ে ডান্স বারকে কার্যত নিষেধাজ্ঞার আওতাতেই রেখে দেয়া হয়েছিল।

এ নিয়ে মহারাষ্ট্র সরকারকে রীতিমতো কড়া সুরে সতর্ক করল আদালত। সুপ্রিমকোর্টের স্পষ্ট কথা, 'নাচ একটা পেশা। এটা অশ্লীল হলে তবেই আইনি বৈধতা হারায়।... রাস্তায় ভিক্ষা করে খাওয়ার থেকে বা অন্য কোনো অনভিপ্রেত কাজের তুলনায় বারে নাচা মহিলাদের পক্ষে ভালো।'

শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ডান্স বারের অনুমতি না দেয়া নিয়েও সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনার মুখে পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে।

গত ১২ এপ্রিল মহারাষ্ট্র বিধানসভায় ডান্স বার নিয়ন্ত্রণে নতুন আইন পাস হয়।

আপনার মন্তব্য

আলোচিত