ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৬ ১০:৩৬

‘সিরিয়ায় শান্তি আলোচনা কার্যকর হয়নি’

সিরিয়ায় রাশিয়া আবারো হামলা-পাল্টা হামলা শুরু কারার প্রেক্ষিতে শান্তি আলোচনা কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় স্টাফেন ডি মিস্তুরে।

তিনি বলেন,  সিরিয়ায় এখন ফেব্রুয়ারি মাসের শান্তি আলোচনা মৃত। এজন্যে তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সম্প্রতি সিরিয়ায় আবারো যুদ্ধ শুরু হয়েছে। বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, দেশটির সরকারি হামলায় প্রায় ২০ জন বেসামরিক সিরিয়ান মারা গেছে।

সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নামক সংগঠনটি এএফপিকে জানায়, আলেপ্পো শহরে একটি হাসপাতালের নিকট চালানো এই হামলায় শিশু ও নারী মারা গেছে।   

এদিকে সিরিয়ার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সহায়তার আহ্বান জানিয়ে মিস্তুরি বলেন, সিরিয়ার শান্তি আলোচনার সফলতার পেছনে বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিনের বড় যোগসূত্র রয়েছে।

তিনি বলেন, এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়ংকর হতে পারে। দেশটিতে গত ৪৮ ঘণ্টায় প্রতি ২৫ মিনিটে একজন মারা গেছে এবং প্রতি ১৩ মিনিটে একজন আহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত