সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ২২:৩৭

শিয়া বিক্ষোভকারীদের দখলে বাগদাদের পার্লামেন্ট ভবন

শত শত শিয়া বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে।

ইরাকী পার্লামেন্টে যে অচলাবস্থা চলছে তার প্রতিবাদে শিয়ারা এই বিক্ষোভে যোগ দেয়।

কট্টরপন্থী শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা গ্রীন জোনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।

এ ঘটনার পর বাগদাদে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের জায়গায় দলনিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য।

কিন্তু রাজনৈতিক দলগুলো এ ধরণের পরিবর্তনের বিরোধী। এ নিয়ে পার্লামেন্টে অচলাবস্থা চলছে।

এ সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রীন জোন অভিমুখে মিছিল করে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন।

আপনার মন্তব্য

আলোচিত