সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ মে, ২০১৬ ০৯:৩৫

ইরাকের সংসদ ভবন দখল করে লুটপাট

নতুন মন্ত্রিসভার অনুমোদনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিয়ারা। বিক্ষোভের এক পর্যায়ে তারা দেশটির পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং সেখানে ব্যাপকহারে ভাংচুর ও লুটপাট চালায়। খবর বিবিসির।

ইরাকী শিয়া আলেম মুক্তাদা আল সদরের অনুসারিরা বাগদাদের সংরক্ষিত গ্রিন জোনের প্রধান দরজা ভেঙে সংসদ ভবনে ঢুকে পড়ে। এরপর সেখানে তারা লুটপাট করে। এর আগে তারা টাইগ্রিস নদীর সেতু পার হয়ে বিক্ষোভ করতে করতে সরকারি ভবনগুলোর দিকে আসে। এ সময় তারা 'কাপুরুষরা পালিয়ে গেছে' বলে স্লোগান দেয়।

সংসদ ভবনের কিছু অংশ ভেঙে ফেলে তারা। নতুন একটি মন্ত্রিসভা গঠনে ইরাকের সংসদ সদস্যরা ব্যর্থ হলে বিক্ষুদ্ধ হয়ে ওঠে শিয়ারা। মুক্তাদার আল সদর চান দলীয় মন্ত্রীদের স্থলে নির্দলীয় টেকনোক্রেট মন্ত্রীদের দিয়ে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তার মন্ত্রিসভা গঠন করুক। আবাদিও তাই চান। তবে এ ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে এমপিদের ভোটকে কেন্দ্র করে। তাদের অনেকেই আবাদির সঙ্গে একমত নন।

আপনার মন্তব্য

আলোচিত