অনলাইন প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ০১:৪৫

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত

লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার দলীয় প্রার্থী সাদিক খান।

পাকিস্তানি বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী সাদিক খান কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মত লেবার দলীয় কোন প্রার্থী লন্ডনের মেয়র পদে জিতলেন।

শুক্রবার স্থানীয় সময় ৫টার দিকে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এ জয়ের ফলে সাদিক খান হচ্ছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র, যিনি লেবার পার্টি থেকে নির্বাচিত টুটিংয়ের এমপি।

লন্ডনের বর্তমান  মেয়র ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বরিস জনসন।

গত সেপ্টেম্বরে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ে পঞ্চম দফা ভোটে প্রায় ৫৯ শতাংশের সমর্থন পেয়েছিলেন সাদিক খান।

জানা গেছে, সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার। তিনি পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন অভিবাসী হয়ে।

লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে সাদিক খান একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত