অনলাইন ডেস্ক

১১ মে, ২০১৬ ০২:০০

‘জিহাদিদের’ প্রতি ঐক্যের ডাক!

‘জিহাদিদের’ প্রতি ঐক্যের ডাক দিয়েছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা বিন লাদেন। জেরুজালেমকে মুক্ত করতে এ ডাক দিয়েছেন বলে জানিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

হামজা বিন লাদেন বলেছেন, জেরুজালেম মুক্ত করার লড়াই হলো বিশ্বাসী ও অবিশ্বাসীদের যুদ্ধ। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হতে হবে।

হামজা বিন লাদেনের বক্তব্যের বরাত দিয়েছে জিহাদি ওয়েবসাইটগুলোতে নজরদারি মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। সোমবার সাইটের পক্ষে এক টুইটে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, অডিও ম্যাসেজের মাধ্যমে হামজা বিন লাদেন এ আহ্বান জানিয়েছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই'র তথ্যানুযায়ী, সন্তানদের মধ্য হামজাই লাদেনের সবচেয়ে প্রিয় ছিলেন।

সাইটের পরিচালক রিটা কাটজ বলেন, হামজা বিন লাদেন ওই অডিওবার্তায় বলেছেন যে, সিরিয়া বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এখন খুব সন্নিকটে।

এর একদিন আগে মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি সিরিয়ার প্রতিদ্বন্দ্বী জঙ্গি গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তার এ অডিওবার্তা ইন্টারনেটে প্রচারিত হয়। এতে তিনি আল-কায়েদা সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন দেন। এই ফ্রন্টটির পরিকল্পনা রয়েছে সিরিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি করা। তারা নিজেদের মতো করে সেখানে ইসলামিক খেলাফত কায়েম করতে চায়।

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন স্পেশাল বাহিনী পাকিস্তানে হত্যার কয়েক সপ্তাহের মধ্যে এ দলের নেতা হন আয়মান আল জাওয়াহিরি। ধারণা করা হয়, লাদেনের আস্তানায় মার্কিন বাহিনী আক্রমণ চালালে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামজা বিন লাদেন। এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না।

আপনার মন্তব্য

আলোচিত