সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ জুন, ২০১৬ ১৫:৩০

‘মা আমি মারা যাচ্ছি’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে বোমা বিস্ফোরণ এবং গুলি চালােনোর সময় নাইটক্লাবে থাকা এক ছেলে তার মাকে মেসেজ দিয়েছেন, ‘মা আমি মারা যাচ্ছি।’

বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে মা-ছেলের হৃদয়বিদারক মেসেজবার্তা তুলে ধরা হয়েছে। ওই হামলায় অন্তত ৫০ জন নিহত ও আরো ৫০ জনের বেশি আহত হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

মধ্যরাতে নাইটক্লাবে যখন হামলা হয়, তখন ঘুমাচ্ছিলেন ৩০ বছর বয়সী ছেলে এডি জাস্টিসের মা মিনা জাস্টিস। রাত তখন ২টার বেশি। এসময় তার মোবাইলে মেসেজ টোন বেজে উঠে। মোবাইল ‍খুলে মা দেখেন তাতে লেখা, ‘মা আমি তোমাকে ভালবাসি। ক্লাবের মধ্যে তারা (সন্ত্রাসী) গুলি চালাচ্ছে।’

মেসেজ দেখেই ছেলেকে কল করার চেষ্টা করেন মিনা। কিন্তু অপরদিক থেকে কোনো ‍উত্তর নেই। এরপর মা মেসেজ করেন ‘তুমি ঠিক আছ?’ ছেলেন উত্তর, ‘টয়লেটে আটকা পড়ে আছি।’ মা জিজ্ঞেস করেন কোন হোটেলে? ছেলের উত্তর, ‘পালস হোটেল, পুলিশ ডাকো।’

পুলিশ ডাকার মেসেজের পরের মেসেজেই মাকে ছেলে বলেছে, ‘মা আমি মরে যাচ্ছি’।

‘মা আমি মরে যাচ্ছি’-এই মেসেজের পর ১৫ ঘণ্টার বেশি সময় ছেলের আর কোনো খবর জানেন না মিনা জাস্টিস। তার মতো আরো অনেক মা এবং আত্মীয়-স্বজন তাদের আপন জনের অপেক্ষায় পালস হোটেলের সামনে অপেক্ষা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত