সিলেটটুডে ডেস্ক

১৭ জুন, ২০১৬ ২৩:০৮

মানবতাবিরোধী অপরাধে ৯৪ বছরের নাৎসি-রক্ষীর দণ্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ হত্যার দায়ে আউশভিৎস নাৎসি বন্দিশিবিরের রক্ষী রাইনহোল্ড হ্যানিংকে কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত।
 
৯৪ বছর বয়সী রাইনহোল্ড হ্যানিংয়ের বিরুদ্ধে ওই ক্যাম্পে অন্তত এক লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহযোগিতার অভিযোগ এনে শুক্রবার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসি এ তথ্য জানিয়ে বলেছে, গত বছরও ওই শিবিরের এক কর্মীর কারাদণ্ড হয়।
 
পোল্যান্ডের আউশভিৎস-বারকেনাউ ক্যাম্পে ১৯৪০ থেকে ১৯৪৫ সালের মধ্যে ১০ লাখের বেশি মানুষকে হত্যা করা হয় যাদের বেশিরভাগ ইউরোপীয় ইহুদি।

এছাড়া রোমা (জিপসি) প্রতিবন্ধী ব্যক্তি, সমকামী, ভিন্ন মতাবলম্বী, অন্যান্য পোলিশ ও সোভিয়েত বন্দিদেরও সেখানে হত্যা করা হয়।

অভিযোগে বলা হয়, ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ওই বন্দিশিবিরে রক্ষীর দায়িত্বে ছিলেন হ্যানিং। জার্মানির  ডেটমোল্ড শহরে গত ফেব্রুয়ারিতে হ্যানিংয়ের বিচার শুরু হয়।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, রাইনহোল্ড হ্যানিং ১৯৪০ সালে ১৮ বছর বয়সে নাৎসিদের এসএস বাহিনীতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে তিনি পূর্ব ইউরোপে লড়াইয়ে অংশ নেন। ১৯৪২ সালের জানুয়ারিতে তাকে আউশভিৎস বন্দিশিবিরে বদলি করা হয়।
 
হ্যানিংয়ের আইনজীবীরা আদালতকে জানান, তাদের মক্কেল ব্যক্তিগতভাবে কখনও কাউকে হত্যা বা নির্যাতন করেননি।

আপনার মন্তব্য

আলোচিত