অনলাইন প্রতিবেদক

০৭ জুলাই, ২০১৬ ০১:৩২

ঈদের নামাজ ‘ইসলামি সংস্কৃতির অংশ’ নয়, দাবি আইএসের

ঈদের নামাজ ইসলামিক সংস্কৃতির অংশ নয় বলে দাবি করেছে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট-আইএস’। এমন দাবি করে নিজেদের দখলে থাকা ইরাকের মসুল শহরে ঈদের নামাজ নিষিদ্ধ করে ‘ইসলামিক স্টেট-আইএস’। গত বছরও ওই এলাকায় ঈদের নামাজ নিষিদ্ধ করেছিলো এই জঙ্গিগোষ্টি।

ইরাকি সংবাদমাধ্যম ইরাকিনিউজ মসুলের স্থানীয়দের বরাত দিয়ে জানায়, গত বছরের মতো এবারও আইএস ঈদের নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং স্থানীয় ইমাম ও মুসল্লিদের এ নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে। এছাড়াও ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠানে সাজসজ্জাও নিষিদ্ধ ঘোষণা করে।

বুধবার দেশটিতে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হয়।
২০১৫ সালে ‘তারাবী’র নামাজও নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে আইএস। তাদের বক্তব্য অনুসারে তারাবীর নামাজ সৌদি আরবীয়দের নিজস্ব উদ্ভাবন, তা ইসলামের অংশ নয়।
২০১৪ সালে ইরাকের মসুল শহর দখল করে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া-আইএসআইএস’। এ সময় থেকে তারা মসুলের স্থানীয়দের জন্য নতুন বিধিনিষেধ জারি করে এবং এসব না মানার অপরাধে বিপুল সংখ্যক মানুষ হত্যা করে আইএস।

তথ্যসুত্র: ইরাকি নিউজ

আপনার মন্তব্য

আলোচিত