সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০১৬ ১৫:১১

প্রতারণা : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের সম্পদ জব্দ

প্রতারণার অভিযোগে আর্জেন্টিনার বুয়েনস আইরিসের একজন বিচারক আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনারের সম্পদ জব্দ করেছেন।

বিবিসি জানিয়েছে, গেল বছর সরকারের ক্ষমতার শেষ মাসে বৈদেশিক মুদ্রা লেনদেনে প্রতারণার আশ্রয় নেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফার্নান্দেজ কির্চনার । উল্টো দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাওরিসিও মাকরির ডানপন্থি সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে।

আদালতে উপস্থিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ফার্নান্দেজ কির্চনার বলেন, “এ ধরনের হয়রানি বিরক্তিকর হয়ে উঠেছে।”

আদালতে শুনানি চলাকালে শত শত পুলিশ কর্মকর্তা আদালতভবন বাইরে থেকে ঘিরে রাখে।

এই তদন্তে নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় বিচারক ক্লদিও বোনাদিও সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দেজ কির্চনারের ঘোষিত প্রতিপক্ষ।

গেল সপ্তায় সান্তা ক্রজ প্রদেশে ফার্নান্দেজ কির্চনার ও তার পারিবারিক বিভিন্ন স্থাপনায় অর্থ চোরাচালানের মামলার কারণে তল্লাশি চালানোর নির্দেশ দেন বোনাদিও।

ফার্নান্দেজ কির্চনারের সমর্থকেরা প্রেসিডেন্ট মাওরিসিও মাকরির বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করেছে।

ফার্নান্দেজ কির্চনার আর্জেন্টিনার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনারের স্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত