আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০১৬ ১২:১৮

দীর্ঘ ৫২ বছর পর কলম্বিয়ায় যুদ্ধবিরতি

দীর্ঘ ৫২ বছর পর কলম্বিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে বামপন্থি ফার্ক বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে প্রথমবার বিদ্রোহী ও সরকারের মধ্যে চলা সহিংসতা বন্ধ হলো।

সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে যুদ্ধবিরতি ঘোষণা করে বিদ্রোহী দলটি।

কিউবায় ফার্ক ও কলম্বিয়ান সরকারের টানা চার বছরের শান্তি আলোচনার পর ফার্ক প্রধান রদ্রিগো লন্দোনো যুদ্ধ বন্ধের ঘোষণা দেন। তিনি তিমোলিওন হিমেনেজ বা তিমোচেনকো নামেই বেশি পরিচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিমোচেনকো বলেন, ‘আর কখনো বাবা-মাকে যুদ্ধে নিহত সন্তানদের লাশ দাফন করতে হবে না। সব শত্রুতা আর আক্রোশ অতীত হিসেবেই থাকবে।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সেনাবাহিনীকে ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে সব ধরনের অভিযান বন্ধে একটি ডিক্রি জারি করেন।

যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশটির সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে।

৫২ বছর আগে বিক্ষুব্ধ চাষী ও কমিউনিস্ট কর্মীদের নিয়ে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্ক গঠিত হয়। ৫ দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। ৫০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

অর্ধশতাব্দী ধরে চলে আসা যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তিপত্র আগামী মাসেই সই হবে।

আপনার মন্তব্য

আলোচিত