সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৩

পার্লামেন্ট থেকেও পদত্যাগ করছেন ডেভিড ক্যামেরন

ইউরোপীয় ইউনিয়নে থাকা বা না থাকা নিয়ে গত জুনে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। পরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তেরেসা মে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ব্রিটিশ পার্লামেন্ট থেকেও পদত্যাগ করছেন ডেভিড ক্যামেরন।

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন বলছেন, তিনি নতুন প্রধানমন্ত্রীর 'বিরক্তি'র কারণ হতে চান না।

২০০১ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টে উইটনির প্রতিনিধিত্ব করছেন ক্যামেরন। ২০০৫ সালে তিনি কনজারভেটিভ পার্টির নেতা এবং ২০১০ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

নিজের নির্বাচনী এলাকায় এক সমাবেশে ডেভিড ক্যামেরন পার্লামেন্ট সদস্যের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী হিসেবে অনেক সম্মান পেয়েছি। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে পার্লামেন্টে পিছনের আসনে বসে থাকা কঠিন।' তিনি বলেন, 'নতুন প্রধানমন্ত্রীর কাজে বিরক্তির কারণ না হয়ে এভাবে বসে থাকা যায়না।'

প্রধানমন্ত্রী থাকাকালে নতুন গ্রামার স্কুল অনুমোদনের প্রস্তাব নাকচ করে দেন ডেভিড ক্যামেরন। প্রধানমন্ত্রী তেরেসা মের নেতৃত্বাধীন সরকার সেই প্রস্তাব আবার অনুমোদন দিতে যাচ্ছে। প্রশ্ন উঠেছে এ কারণেই কি ক্যামেরন পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন।

ডেভিড ক্যামেরন অবশ্য বলছেন, তার পদত্যাগের এই ঘোষণার সঙ্গে গ্রামার স্কুল অনুমোদন দেওয়ার কোন সম্পর্ক নেই। সূত্র: বিবিসি 

আপনার মন্তব্য

আলোচিত