
০৮ এপ্রিল, ২০১৫ ১২:১৭
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পেতে দিল্লি আর দিল্লি থাকছে না। দিল্লি ভাগ হচ্ছে, দুই ভাগ। নামও যাচ্ছে বদলে। এরকম এক ইঙ্গিত দিয়েছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর সূত্র: দ্য হিন্দু।
জানা গেছে, নয়া দিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব দিল্লি’ ও পুরনো দিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব শাহজাহানাবাদ’ নাম দিতে চায় কেন্দ্রীয় সরকার।
ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের অংশ হিসেবে তকমা পেতে যে নথিপত্র পাঠানো হয়েছে তাতে শহরটির দুই এলাকার জন্য ওই দুটি নামের উল্লেখ করা হয়েছে।
ইউনেস্কোর দলটি আসার আগেই তাই দ্রুত শহরের নাম পাল্টে দেওয়া যায় কিনা তা ভাবছে মোদি সরকার।
উল্লেখ্য, ভারতে শহরের নাম পাল্টানোর রীতি নতুন নয়। এর আগে দেশটির মাদ্রাজ শহরের নাম পাল্টে রাখা হয়েছে চেন্নাই, বম্বে হয়েছে মুম্বাই আর বাঙ্গালোর হয়েছে বেঙ্গালুরু।
আপনার মন্তব্য