সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৫ ০৮:০৭

মায়ের হাত ফসকে বাঘের খাঁচায় ঢুকেও বেঁচে গেল দুই বছরের শিশু

প্রতিকি ছবি

মায়ের খনিকের অসাবধানতায় দুবছরের এক শিশু পড়ে গিয়েছিল চিতা বাঘের খাঁচায়। নির্ঘাত ঘটতে পারত ভয়ংকর বিপদ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাঘ শিশুটির দিকে হিংস্রতায় এগিয়ে না আসায় সাথে সাথে পরিবারের অন্যলোকজন পড়ে যাওয়া শিশুটিকে দ্রুত টেনে তোলেন। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এক মানব সন্তান।  শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ওহিয়োর একটি চিড়িয়াখানায় এ ঘটনাটি ঘটেছে।

ক্লিভল্যান্ড চিড়িয়াখানার এক কর্মকর্তা জানিয়েছেন, বাচ্চার মা শিশুকে পাঁচিলের ওপর তুলে চিতা বাঘ দেখাচ্ছিলেন। সেই সময় হঠাত্ই মায়ের হাত ফসকে চিতা বাঘের খাঁচায় পড়ে যায় শিশুটি। তবে সঙ্গে সঙ্গেই শিশুটির পরিবারের লোক দশ ফুট নীচে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে নিয়ে চলে আসেন, জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। মায়ের বিরুদ্ধে শিশুকে বিপদের মুখে ফেলে দেওয়ার অভিযোগ আনা হবে, জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তারা।  


যেদিন ঘটনাটি ঘটে, সেদিনকার মতো চিড়িয়াখানায় ওই খাঁচাটি বন্ধ করে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত