সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ মার্চ, ২০১৭ ১৮:২০

‘ভূতের ভয়ে’ বাড়ি ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

'ভূতের ভয়ে' তটস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের। বাধ্য হয়ে তিনি বাড়ি পাল্টে ফেলেছেন বলে শনিবার ব্রাজিলের একটি সাপ্তাহিক সংবাদপত্রে খবর প্রকাশ হয়।

মাইকেল টেমের দাবি করেছেন, তিনি যে বাড়িটিতে থাকেন সেখানে নাকি ভূত রয়েছে। শুধু তাই নয়, রাজধানী ব্রাসিলিয়ায় অফিস থেকে বাড়ি ফেরার সময় ভূতেরাই তার গাড়ি চালিয়েছেন।

কয়েকদিন আগেই ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। ফিরে যাবেন আগের প্যালেসে। সেইমতো ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই জাবারু প্যালেসেই স্ত্রী এবং সাত বছর বয়সী ছেলেকে নিয়ে ফিরে যান।

৭৬ বছর বয়সী মাইকেল টেমের বলেন, ‘এখানে কিছু একটা রয়েছে। প্রথম দিন থেকেই আমি ঘুমোতে পারিনি। কোনও একটা খারাপ শক্তি রয়েছে। বারবার আমি সেটা অনুভব করেছি। আমার স্ত্রী মার্সেলাও আমার সঙ্গে সহমত। সেও কারোর উপস্থিতি টের পেয়েছে। কেবলমাত্র আমাদের ছেলে মাইকেলজিনহোর এই বাড়িটি পছন্দ হয়েছে। আমাদের বারবার মনে হয়েছে বাড়িটায় ভূত রয়েছে।’

টেমের নাকি এক ওঝাকেও নিয়ে এসেছিলেন, যাতে এই ভুতুড়ে কাণ্ড থামানো যায়। কিন্তু সফল হয়নি সেই প্রচেষ্টাও।

আপনার মন্তব্য

আলোচিত