সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৫ ১৮:৫৬

ভারতের লোকসভায় সীমান্ত চুক্তি পাস

ভারতের লোকসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। এরফলে দুই দেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা চূড়ান্ত মুক্তির স্বাদ পাচ্ছেন।

বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমানা বিল উত্থাপিত হলে তা কোন আপত্তি ছাড়াই কন্ঠভোটে পাশ হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় বিলটি আলোচনার জন্য পেশ করেন।

এরআগে বুধবার বিলটি রাজ্যসভায় পাস হয়।

এই চুক্তির ফলে দু’দেশের মধ্যে যে ৬.৫ কিলোমিটার এলাকা চিহ্নিত নয় তা চিহ্নিত হয়ে যাবে। দু' দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে মূল দেশের পরিচয়। এর ফলে বাংলাদেশকে ১১১টি ছিটমহল ফেরত দেবে ভারত। এগুলোর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে ভারতকে বাংলাদেশ ৫১টি ছিটমহল দেবে যেগুলোর আয়তন ৭ হাজার  ১০ একর।

১৯৭৪-এ মুজিব-ইন্দিরা চুক্তিতে সীমান্ত এবং অপদখলীয় জমির হিসাব পরিস্কার উল্লেখ থাকলেও ভারতের পার্লামেন্টে বিলটি পাস না হওয়ায়, তার স্থায়ী সমাধান হয়নি। ঝুলে থাকা সেই সীমান্ত সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা একাধিকবার ব্যর্থ হবার পর অবশেষে আলোর মুখ দেখল।

আপনার মন্তব্য

আলোচিত