আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৮ ১২:৪৩

হন্ডুরাস উপকূলে শক্তিশালী ভূমিকম্প

হন্ডুরাস উপকূলে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭দশমিক ৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট সোয়ান দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত কম গভীরে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূল এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত