সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৫৩

ভালোবাসা দিবস ইসলাম বিরোধি নয়: সৌদি আলেম

যুবরাজ মুহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর পশ্চিমা বিশ্বের পাশাপাশি সৌদি আরবেও এ বছর ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। কাগজ-কলমে সৌদিতে ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ হলেও সে আইন এখন অনেকটাই শিথিল।

এদিকে, সৌদি আরবের শীর্ষস্থানীয় এক আলেম ভ্যালেন্টাইনস ডে প্রসঙ্গে বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন শরিয়াহ আইনের পরিপন্থী নয়।

মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশপ্রধান আহমেদ কাসিম আল গামদি বুধবার টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, ভ্যালেন্টাইনস ডে একটি ইতিবাচক সামাজিক আচার। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে কাসিম বলেন, ভ্যালেন্টাইনস ডে একটি সামাজিক ইস্যু, জনগণ এটি উদযাপন করতেই পারে। কেননা এটি কোনো হারাম কিছু নয়।

সৌদি আরবে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলা সংস্কারের অংশ হিসেবে ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে ফেলা হয়। এতে করে এখন পুলিশ ধর্মীয় অনাচারের জন্য নাগরিকদের সরাসরি গ্রেফতার করতে পারবে না।

বুধবার ভালোবাসা দিবসে সৌদি আরবের জেদ্দায় প্রশাসনের কোনো বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা গত বছরেও কেউ কল্পনা করতে পারেনি। বিভিন্ন গিফটের দোকানও খোলা থাকতে দেখা যায়।

আহমেদ আল কাসিম আরব নিউজকে বলেন, ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদযাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে। ধর্মীয় দিক থেকে ভালোবাসা দিবস পালনের অনুমতি রয়েছে।

এদিকে ১৩ ফেব্রুয়ারি মিসরের আলেম আহমেদ মামদুহ ফতোয়া দেন যে, নির্দিষ্ট একটি দিনে একে অন্যকে ভালোবাসার অনুভূতি প্রকাশে কোনো ক্ষতি নেই।

তবে তিউনিশিয়ার গ্র্যান্ড মুফতি ওসমান বাটিক এ ফতোয়ার বিরোধী। তিনি বলেন, ভ্যালেন্টাইনস ডে খ্রিস্টধর্মাবলম্বীদের ঐতিহ্য। মুসলিমরা ইসলামী নৈতিকতার বিরোধী কোনো কিছু উদযাপন করতে পারে না।

আপনার মন্তব্য

আলোচিত