আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন, ২০১৫ ১২:১৩

মিশরে সড়ক দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি

মিশরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রোববার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

হুসেম গামিল নামের দেশটির এক জরুরী সেবা পরিচালক জানান, মিশরের পর্যটন শহর হুরগাদা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১১ জন।

দেশটিতে অপরএক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। রাজধানী কায়রো থেকে ১২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াদি নাত্রুন এলাকায় একটি মিনিবাস এবং নির্মাণসামগ্রী বহণকারী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুত গতিতে গাড়ি চালানো, অনপুযুক্ত রাস্তা এবং গাড়ি চালানো নিয়ম-নীতি লঙ্ঘনের কারণে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মিশরে হাজার হাজার মানুষ মারা যান। বিশ্ব সাস্থ্য সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সেখানে প্রতি বছর ১২,০০০ মানুষের প্রাণহানি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত