আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০১৫ ১৬:০৪

মুসলমানদের রোজার শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ক্যামেরন

রোজা উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।

এর আগে বুধবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশন রোজা উপলক্ষে ডেভিড ক্যামেরনের ওই বিবৃতি প্রচার করে।

এতে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, “যারা পবিত্র রমজান মাস পালন করছেন তাদের সবার প্রতি আমার শুভ কামনা রইল।

মুসলমানদের ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে রোজার সময়কে ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

“প্রতি সন্ধ্যায় ইফতারের সময় পরিবার, বন্ধু ও কম্যুনিটিগুলো এক জায়গায় মিলিত হয়। আমি আশা করি তাদের সবাই এবং ব্রিটেনের প্রত্যেকে রমজানের সার্বজনীন মূল্যবোধের প্রতিফলন ঘটাবেন।”

“আপনাদের সবাইকে রমজান মোবারক,” বলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত