ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ জুলাই, ২০১৫ ০২:৪০

ইরান চুক্তি দেশটিকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতে সাহায্য করবে : ওবামা

তেহরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে বিরত রাখতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে ছয় বিশ্বশক্তির সঙ্গে  দেশটির চুক্তি হয়েছে মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে বিশ্ব ছয় শক্তি।  ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে দশকব্যাপী নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে মঙ্গলবার এ চুক্তি হয়।

এরপরপরই ওবামা বলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে যাবে না বলেই মনে করেন তিনি।

ওবামা বলেন, যে লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল চুক্তিতে তা পূরণ হয়েছে। নজরদারি ছাড়া শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে এই চুক্তি হয়নি।

হোয়াইট হাউজ থেকে ওবামা বলেন, “দুই বছর ধরে আলোচনার পর আন্তর্জাতিক বিশ্বকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আজ এমন কিছু অর্জন করেছে যার মাধ্যমে কয়েক দশকের বিদ্বেষের অবসান হবে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী এ চুক্তি তেহরানকে পারমানবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখবে।”

“পারমানবিক অস্ত্র তৈরির সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এই চুক্তি বিশ্বাসের ভিত্তিতে নয় বরং যাচাইয়ের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে।”

আপনার মন্তব্য

আলোচিত