আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০১৫ ১২:৪৪

বিধ্বস্ত নেপালের প্রয়োজন ৮১,৯০০ কোটি টাকা

বিধ্বস্ত গোটা নেপাল। ঘর-বাড়ি নেই, রোজগার নেই মানুষের। ঘুরে দাঁড়াতে চাই বিপুল সাহায্য। এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর আজ, মঙ্গলবার পেশ হল চলতি অর্থবর্ষে নেপালের বাজেট। সেখানেই অর্থমন্ত্রী রামশরণ মাহত জানালেন, অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তাদের লাগবে ৮১,৯০০ কোটি টাকা।

ভূমিকম্পের পর যারা দারিদ্রসীমার নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে, তাদের জন্য কর্মসংস্থান করতে চায় নেপাল সরকার। পুনর্বাসন ও পুনর্নির্মাণের উপর জোর দেওয়ার কথা উল্লেখ করলেন অর্থমন্ত্রী। কৃষির জন্য বরাদ্দ ২৬০০ কোটি। বিদ্যুৎ পরিষেবার জন্য ১২০০ কোটি। হাইড্রো ইলেক্ট্রিসিটি, পর্যটন ও কৃষিতে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে।

এমনিতেই নেপালের অর্থনীতি দুর্বল। তার মধ্যে ভূমিকম্প আরও তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছে। গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯,০০০। আহত ২৩,০০০। প্রায় পাঁচ লক্ষ বিল্ডিং ধূলিসাৎ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষের কোনও রোজগার নেই।

আপনার মন্তব্য

আলোচিত