আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৯ ১৩:৩২

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম অচলাবস্থার সাময়িক অবসান

যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে দীর্ঘ মেয়াদী অচলাবস্থা নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই চুক্তিতে ট্রাম্পের প্রস্তাবিত মেক্সিকোর সীমান্ত দেওয়াল নির্মাণে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে।

শুক্রবার শাটডাউনের ৩৫তম দিনে হোয়াইট হাউসে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প।

আর ওই সময়ের মধ্যে যথাযথ চুক্তি না হলে আবারো শাটডাউনের হুমকি দেন।

এছাড়া রাজনৈতিক জটিলতায় যেসব সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অভাবনীয় দেশপ্রেমিক বলেও অ্যাখ্যা দেন ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত