আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:৩০

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭

ভারতের বিহার রাজ্যে দিল্লিগামী একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটের দিকে বৈশালি জেলার শাহাদাই বুজুর্গের কাছে সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি বিহারের রাজধানী পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে। দুর্ঘটনায় পড়া দ্রুতগামী এই ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলোর একটির ভেতরে এখনও ঢোকা যায়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা। বর্তমানে ওই রুটের সব ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত