আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১১:৪৬

তুরস্কে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত ২

তুরস্কের ইস্তাম্বুলে একটি আটতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে বলে ইস্তাম্বুলের গভর্নর দপ্তর জানিয়েছে।

ইস্তাম্বুলের এশীয় অংশের কারতাল এলাকার ভবনটি কেন ধসে পড়ল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জরুরি বিভাগের দলগুলো অন্তত তিনজনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে এনেছে। ঘটনাস্থলে প্রচুর লোক ভিড় করেছে এবং সেদিকে যাওয়ার পথটি গাড়ি ও মানুষের কারণে বন্ধ হয়ে গেছে বলে জানায় রয়টার্স।  

ঘটনাস্থলে নগরীটির মেয়র আলী ইয়ারলিকায়া বলেন, ওই ভবনটির ১৪টি অ্যাপার্টমেন্টের ঠিকানায় ৪৩ জন বাসিন্দার নাম নিবন্ধন করা ছিল, কিন্তু ভবনটির উপরের তিনটি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। ভবনটির নিচের তলায় অনুমোদনহীন একটি সেলাই কারখানাও ছিল।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) চেয়ারম্যান জানান, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ঘটনাস্থলে স্বরাষ্ট্র ও পরিবেশমন্ত্রীকে পাঠিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত