ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ আগস্ট, ২০১৫ ০১:২২

সৌদি আরবের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

সৌদি আরবে মসজিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদির আবহা শহরের ওই মসজিদে বৃহস্পতিবার এ বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল আল-আকবারিয়া।

চ্যানেল আল-আকবারিয়া বলছে, হামলার শিকার ওই মসজিদটি দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনীদের নামাজের জন্য ব্যবহৃত হতো। মসজিদের ভেতরে থাকা নিরাপত্তা সদস্যদের সবাই নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

এক খবরে বলা হয়েছে, বোমা হামলাকারী তার বোমার বেল্ট খুলে ফেললে তৎক্ষণাৎ বোমাটি বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন। অবশ্য দেশটির অন্যান্য গণমাধ্যমে মৃতের সংখ্যা ১৩ জন বলা হয়েছে।

ধরণা করা হচ্ছে, শিয়া নেতৃত্বধীন কোন গ্রুপ এ আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। কারণ, প্রতিবেশী দেশ ইয়েমেনে শিয়া নেতৃত্বাধীন বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে সৌদি আরব।

কিছুদিন আগে সৌদির একটি শিয়া মসজিদে আইএস-এর বোমা হামলায় ২৭ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আপনার মন্তব্য

আলোচিত