ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ আগস্ট, ২০১৫ ১৩:১৫

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৫

পাকিস্তানে  যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে। দেশটির উত্তর ওয়াজিরিস্তানে পার্বত্য এলাকায় এ হামলায় অন্ততপক্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এই ড্রোন হামলা চালানো হয় বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেলে হাক্কানি নেটওয়ার্কের সদরদপ্তর লক্ষ করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান একটি আধা স্বায়ত্বশাসিত অঞ্চল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাক্কানি নেটওয়ার্কের একটি বৈঠককে লক্ষ করে এই হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।

হামলার আগে ও পরে ওই অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো টহল দিতে থাকলে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থতার কারণে হাক্কানি নেটওয়ার্কের প্রধান জালালুদ্দিন হাক্কানি এক বছর আগেই মারা যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার এক সপ্তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের পার্বত্য অঞ্চলগুলোতে এটি ১১তম হামলার ঘটনা। দেশটিতে এই হামলাগুলোতে ৬৮ জনেরও বেশি মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত