আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ, ২০২০ ১১:০৫

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

সোমবার কর্তৃপক্ষ নতুন চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলে তা ৬ জনে পৌঁছায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সিয়াটল ও কিং কাউন্টির সরকারি স্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জেফ ডুচিন সোমবার এক সংবাদ সম্মেলনে মৃত্যুর সংখ্যা বাড়ার ঘোষণা দেন।  

গবেষকরা এর আগে বলেছিলেন হয়তো কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনে করোনাভাইরাস ছড়াচ্ছে। কিন্তু শনাক্ত করা হয়নি। ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি জরুরি অবস্থা জারি করেছেন।

ড. ডুচিন জানান, সিয়াটলে মোট ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে আটজন আক্রান্ত ও চার জনের মৃত্যু সিয়াটল এলাকার একটি নার্সিং কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। ছয় জনের মধ্যে চারজন বয়স্ক ও স্বাস্থ্যজনিত জটিলতা আছে।

তিনি বলেন, আগামীতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা পরিস্থিতি গুরুত্ব সহকারে নিচ্ছি।

রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৯১ জন বলে সোমবার জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এখন পর্যন্ত দেশটির ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওরেগন, ফ্লোরিডা ও রোড আইল্যান্ডসহ মোট ১০টি অঙ্গরাজ্যে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত