আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২০ ১৩:১১

বাংলাদেশসহ ৯ দেশে কুয়েতের বিমান চলাচল বন্ধ

বাংলাদেশসহ নয় দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত।

গতকাল শুক্রবার দেশটির সিভিল অ্যাভিয়েশন বিভাগ এ নির্দেশ দেয়। আগামী এক সপ্তাহ নয় দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়া অন্য যেসব দেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে এর মধ্যে আছে মিসর, ভারত, পাকিস্তান, ইতালি, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, ফিলিপাইন।

বাংলাদেশ থেকে বিমান ও কুয়েত এয়ারওয়েজের সরাসরি ফ্লাইট রয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে প্রতি সপ্তাহে ১২টি।

কুয়েত এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, বাতিল করা ফ্লাইট রিরুট করা হচ্ছে। যারা টাকা ফেরত চান সেটি ফেরত দেওয়া হবে।

বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন জানান, বাংলাদেশ বিমানের প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট কুয়েতে যায়। বিমানের কুয়েত ফ্লাইটের বেশিরভাগ যাত্রী শ্রমিক। তাদের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।

তিনি বলেন, সাতদিনের জন্য ফ্লাইট বাতিল করেছে কুয়েত। আমরা আপাতত দুটি ফ্লাইট বাতিল করেছি।

আপনার মন্তব্য

আলোচিত