সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০২০ ১৮:০৫

পশ্চিমবঙ্গে করোনা আতঙ্কে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

করোনাভাইরাসের আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার (১৪ মার্চ) মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকবে। বন্ধ থাকবে এগুলোর অভ্যন্তরীণ পরীক্ষাও। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই-র মতো যেসব পরীক্ষা চলছে, সেগুলো চলবে।

নির্দেশনা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিন্তার কোনো কারণ নেই। এ রাজ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সে কথা মাথায় রেখেই স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীকে কিছু পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, বেশি করে পানি খান। ঘণ্টায় ঘণ্টায় হাত ধুতে হবে। অসুস্থবোধ করলে ডাক্তার দেখান।

তিনি আরও বলেন, আমাদের অনেক বন্ধু দেশ রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে তো যাতায়াত বন্ধ করতে পারি না। তবে নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে। আমরা সব দিকে নজর রাখছি।

আপনার মন্তব্য

আলোচিত