সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৫ ১৩:১২

সাকা চৌধুরীর রিভিউ : ৫ পাকিস্তানির বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

শীর্ষ যুদ্ধাপরাধী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) পক্ষে সাফাই সাক্ষী হতে আগ্রহ প্রকাশ করা ৫ পাকিস্তানির বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর অনলাইন ভার্সনে এমন সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদে বলা হয়, সাকা চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্যে আট ব্যক্তির মধ্যে পাঁচ পাকিস্তানি রয়েছেন এবং তাদেরকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইশহাক খান খাকওয়ানি বলেন, তারা সাক্ষী হতে আবেদন করেছেন। তিনি হতাশা ব্যক্ত করে বলেন বাংলাদেশ সরকার তাদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

"আমরা বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করি"।

আন্তর্জাতিক সাক্ষীদের এলাও না করা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করবে বলে উল্লেখ করেন খাকওয়ানি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকে। সাকা চৌধুরী রায়ের বিপক্ষে রিভিউ আবেদন করেছেন। রিভিউ আবেদনের সময়ে মামলার প্রথমবারের মত পাঁচ পাকিস্তানিকে সাফাই সাক্ষী করা হয়।

এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মামলার এ পর্যায়ে সাফাই সাক্ষ্য নেওয়ার সুযোগ নাই এবং এ ধরনের আবেদনকে তিনি নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত