সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৩:৫০

পলাতক যুদ্ধাপরাধীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার নির্দেশনা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়া যুদ্ধাপরাধীদের ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

সোমবার (১৮ জুলাই) সকালে জামালপুরের আট যুদ্ধাপরাধীর মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকালে চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এ মামলার ৮ আসামির মধ্যে ৬ জন পলাতক রয়েছেন।

রায় পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে মামলার পলাতক (দণ্ডপ্রাপ্ত) আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। তাদের গ্রেপ্তারে যেন পরবর্তী পদক্ষেপ নেয়া হয়। প্রয়োজনে এই আসামিদের ধরতে যেন ইন্টারপোলের সহযোগিতা নেয়া হয়, সে বিষয়েও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সোমবার সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মো. আশরাফ হোসাইন, রাজাকার মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে এ মামলার বাকি পাঁচ আসামি জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও সাবেক জামায়াত নেতা এস এম ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. হারুন ও মোহাম্মদ আবুল কাশেমকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আপনার মন্তব্য

আলোচিত