সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১৩:০০

‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

দেশের প্রখ্যাত ভাস্কর বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণী অবশেষে  মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান,  ফেরদৌসী প্রিয়ভাষিণীকে সরকার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভায় এই স্বীকৃতি দেওয়া হয়। 

ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্যদিয়ে এ পর্যন্ত ১২৩ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।

আপনার মন্তব্য

আলোচিত