সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০১৬ ১০:১৮

যুদ্ধাপরাধী মীর কাসেমের রিভিউ শুনানি শুরু, রোববার পর্যন্ত মুলতবি

আসামী পক্ষের সময়ের আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শুরু হয়েছে।

তবে শুনানি আনুষ্ঠানিক শুরুর পর কিছুক্ষণ শুনে ফের রোববার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেছেন ফলে পরবর্তী শুনানী আগামী ২৮ আগস্ট (রোববার ) অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

এর আগে মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির জন্য প্রস্ততি নিতে আরও ৮ সপ্তাহ সময় চাইলে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

এর আগে প্রস্তুতির জন্য এক মাস সময় পেয়েছিল কাসেমের আইনজীবীরা। প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত