হবিগঞ্জ প্রতিনিধি

২৩ মে, ২০১৮ ১৪:১৩

যুদ্ধাপরাধ মামলায় বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ মে) বেলা সাড়ে ১২টায় তার গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এর আগে মঙ্গলবার (২২ মে) দিনগত রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন জেলা ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম।

ওসি মাহমুবুর রহমান জানান, মধু মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য

আলোচিত